হাথরাস মামলার তদন্তের রিপোর্ট সংবাদ মাধ্যমকে প্রকাশ না করার আর্জি নির্যাতিতার পরিবারের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মামলা সরানো হোক দিল্লি কিংবা মুম্বইয়ে। এই আর্জি জানাল হাথরাসে মৃতার পরিবার। গত সোমবার এলাহাবাদ হাইকোর্টে হাথরাস গণধর্ষণ ও খুনের মামলার শুনানি ছিল। জানা গিয়েছে যে, হাথরসে নির্যাতিতার পরিবার তিনটি দাবি জানায়। এই তিনটি দাবির মধ্যে প্রথম দাবি হল, মামলাটি উত্তরপ্রদেশের বাইরে দিল্লি কিংবা মুম্বইতে স্থানান্তরিত করা হোক। নির্যাতিতার পরিবারের দ্বিতীয় দাবি হল, ওই মামলায় তদন্তের রিপোর্ট যেন সংবাদমাধ্যমে প্রকাশিত না হয়। আর তৃতীয় দাবি হল, তাঁদের জন্য আরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়। গণধর্ষণের পরে ওই তরুণীর জিভ ছিঁড়ে দেওয়া হয়। তাঁর শরীরের নানা জায়গায় হাড় ভেঙে যায়। এরপরেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয় ৪ জনকে। এরইমধ্যে প্রশ্ন ওঠে যে, মৃত তরুণীর ভাইয়ের সঙ্গে মূল অভিযুক্ত সন্দীপ ঠাকুরের যোগাযোগ ছিল। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দু’জনের মধ্যে ১০৪ বার কথা হয়েছে। গত সোমবার এলাহাবাদ হাইকোর্টে শুনানিতে উপস্থিতি ছিলেন নির্যাতিতার পরিবার, রাজ্যে অতিরিক্ত মুখ্যসচিব, এডিজি, ডিজি ও হাথরসের ডিএম। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েকটি এফআইআরও করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।