fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

নারীশক্তির জয়! চিন সীমান্তের নজরদারিতে সুখোই-৩০ ওড়াবেন ভারতীয় সেনার তিন মহিলা পাইলট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দেবীপক্ষের আবহে নারীশক্তির জয়। আকাশে সুখোই-৩০ ওড়াবেন তিন মহিলা বিমান চালক। চিন সীমান্তের পাহারায় এবার ভারতীয় সেনার নারীবাহিনী। গালওয়ানের চিন সীমান্তে ভারতীয় সেনার শহিদের পর থেকেই চিন আরো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে।

শব্দই গোবরা স্প্রিং এলাকা থেকে সরানো হয়েছে চিন ও ভারতের অতিরিক্তি বাহিনীকে। কিন্তু কোন রকম সতর্কতা হাতছাড়া করতে নারাজ ভারত। কূটনৈতিক দিক থেকে অতি সতর্ক রয়েছে ভারতের প্রশাসন। তাই এবার দেশকে রক্ষা করতে ভারতীয় সেনার নারী বাহিনীর উপরেই ভরসা রাখছে দেশ।

জানা গিয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তেজস্বী ও তার দুই সহকর্মী এবার যুদ্ধবিমান উড়াবেন। সুখোই নামক এই বিমানের মহড়া ইতিমধ্যেই শেষ হয়েছে। অসমের তেজপুরের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে এই বিমান। মঙ্গলবার তেজপুরের বিমান ঘাঁটিতে সুখোই-৩০ বিমানে চড়ে চক্কর কেটেছেন এই তিন মহিলা পাইলট। জানা গিয়েছে নিরাপত্তা স্বার্থে এই যুদ্ধবিমান এ বেশ কিছু যান্ত্রিক যুদ্ধাস্ত্র রাখা হবে। মূলত সেই সমস্ত বিষয়ে দিন পরিদর্শন করতে গিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তেজস্বী ও তার দুই সহকর্মী। উত্তর-পূর্ব সীমান্তের আবহাওয়া ও ভূপ্রকৃতি যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে থেকে খানিকটা আলাদা তাই এক্ষেত্রে যুদ্ধবিমান ওড়ানো একটু কঠিন হবে তাদের কাছে। তবে সব দিক দিয়ে ভারতীয় সেনা প্রস্তুত বলে জানিয়েছেন তারা।

তেজস্বী জানিয়েছেন,  ভারতীয় সেনাবাহিনীর যে কোন ট্রেনিং সবসময়ই চ্যালেঞ্জের। খুব কড়া চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সকলকে যেতে হয়। চিনের ওপরে নজরদারি আমাদের কাছে স্বপ্ন। সব কঠিন মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।

 

Related Articles

Back to top button
Close