fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাঘের পায়ের ছাপ, আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা:  বাঘের পায়ের ছাপে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। বুধবার সকালে সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে সাঁতার কেটে লোকালয়ে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মইপিট কোস্টাল থানার পূর্ব দেবীপুর গ্রামের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ভুবনেশ্বর বোসের ঘেরী গ্রামের বেশ কয়েকজন মৎস্যজীবী মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দেখে সদ্য বাঘের পায়ের ছাপ। আর এই বাঘের পায়ের ছাপ দেখে মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে গ্রামে এসে গ্রামবাসীদের বিষয়টি জানান। এরপর গ্রামবাসীরা বন দফতর এবং কোষ্টাল থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ বাহিনী এবং বন দফতরের কর্মীরা।

পুলিশ ও বন দফতর সূত্রের খবর, মনি নদী পেরিয়ে একটি বাঘ লোকালয়ে ঢোকার ফলে পায়ের ছাপ দেখা গেছে। পাশাপাশি বাঘ ফিরে জঙ্গলে চলে গেছে। বিষয়টি নজরে রাখা হয়েছে এবং সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

Related Articles

Back to top button
Close