fbpx
কলকাতাদেশহেডলাইন

তিন প্রসূতির দেহে মিলল মারণ ভাইরাসের জীবাণু!!!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের তিন প্রসূতির দেহে এই মারণ ভাইরাসের সন্ধান মিলল। শুক্রবার তাদের লালারস নমুনার জন্য পাঠানো হয়েছিল। তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি ৩ জনই সন্তান প্রসব করেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দেশে করোনা আক্রান্তের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের ২ জন স্বাস্থ্য কর্মী। তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে আবাসনে তাঁরা থাকতেন, সে দুটি আবাসনকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সেইসঙ্গে আবাসনে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই দুটি আবাসনের বাসিন্দা হাসপাতালের কর্মীদের আপাতত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। কারোর উপসর্গ দেখা দিলে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

 

Related Articles

Back to top button
Close