যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের তিন প্রসূতির দেহে এই মারণ ভাইরাসের সন্ধান মিলল। শুক্রবার তাদের লালারস নমুনার জন্য পাঠানো হয়েছিল। তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি ৩ জনই সন্তান প্রসব করেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দেশে করোনা আক্রান্তের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের ২ জন স্বাস্থ্য কর্মী। তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে আবাসনে তাঁরা থাকতেন, সে দুটি আবাসনকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেইসঙ্গে আবাসনে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই দুটি আবাসনের বাসিন্দা হাসপাতালের কর্মীদের আপাতত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। কারোর উপসর্গ দেখা দিলে পরীক্ষার ব্যবস্থা করা হবে।