fbpx
কলকাতা

প্রতীক্ষার অবসান! ৩ ডিসেম্বর মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে মাঝেরহাট ব্রিজ উদ্বোধন না হওয়ায় ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। এমনকি কিছুদিন আগেই মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালু করার দাবিতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদেরও প্রবল ধস্তাধস্তি হয়।

সেদিনই নবান্নের প্রশাসনিক বৈঠকের মাঝেরহাট ব্রিজ চালু না হওয়ার জন্য রেলের অনুমতি না দেওয়াকে দোষারোপ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রেলওয়ে সেফটি কমিশন ছাড়পত্র দিতেই রাজ্য সরকার উদ্বোধনের তারিখ জানিয়ে দিল৷ জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর ওই ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নবান্ন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে৷ আর তারপর ওই দিন থেকেই চালু হয়ে যাবে যান চলাচল৷ ফলে কলকাতার সঙ্গে ফের দক্ষিণ ২৪ পরগণার যোগাযোগ আগের তুলনায় আরও সহজ হবে৷ গত শুক্রবার রেলওয়ে সেফটি কমিশন মাঝেরহাট ব্রিজের ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে রাজ্যকে৷

Related Articles

Back to top button
Close