fbpx
আন্তর্জাতিকহেডলাইন

হিজাব দহনে পুড়ছে গোটা ইরান, মৃতের সংখ্যা ৭৫ পার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: হিজাব দহনে পুড়ছে গোটা ইরান। প্রতিবাদ, বিক্ষোভে কার্যত স্তব্ধ দেশ। ক্রমশই বাড়ছে মৃত্যু মিছিল। ইরানে তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় হিজাববিরোধী বিক্ষোভ অব্যাহত। মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে।

নরওয়ের রাজধানী অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বিক্ষোভে মৃতের সংখ্যা সম্পর্কে এ দাবি করেছে।

গত শনিবার থেকে ইরানি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৪১-এ সীমাবদ্ধ রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন। প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে দেশটি।

ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের পর গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে আমিনির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর থেকে লাগাতার হিজাববিরোধী বিক্ষোভ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হিজাবপন্থীদের বিক্ষোভ। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভের জেরে ইরানের পরিস্থিতি বেশ অস্থিতিশীল।

 

 

 

Related Articles

Back to top button
Close