সারাবিশ্ব করোনা অতিমারি থেকে বেরিয়ে আসছে, ইতিবাচক বার্তা হু প্রধানের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাস নতুনভাবে সংক্রমণের সংখ্যা কমেছে। এই অতিমারি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। এবার এই সুযোগকে কাজে লাগানো উচিত। এই প্রথম করোনা অতিমারি নিয়ে ইতিবাচক বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ‘হু’ প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।
হু প্রধান বলেছেন, এই মহামারি শেষ করার সুযোগটি বিশ্বের দেশগুলোকে কাজে লাগাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস বুধবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বলেছেন, মহামারি শেষ করার জন্য আমরা কখনো এর চেয়ে ভালো অবস্থানে ছিলাম না। ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ কোটি ৫০ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬৪ লাখ মানুষ।
হু প্রধান বলেন ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম নিশ্চিত সংক্রমণ দেখা গেছে। মহামারি শেষ করার জন্য আমরা কখনোই অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেওয়া দরকার। যদি আমরা এখন এই সুযোগ না গ্রহণ করি, তাহলে আমরা করোনার আরো ধরন, আরো মৃত্যু, আরো বাধাবিঘ্ন, আরো অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।
হু-এর করোনা সংক্রান্ত কারিগরি বিষয়ের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, তারা জানেন- সংস্থাটির কাছে করোনা সংক্রমণের যে তথ্য আসছে, তা প্রকৃত নয়। তারা মনে করেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।