হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শেন ওয়ার্ন, শোকস্তব্ধ গোটা বিশ্ব

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ যুদ্ধের ভয়াবহতার মতোই এই খবরটা ঠিক অতোটাই মর্মান্তিক বেদনায়ক। মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত বলেন অস্ট্রেলিয়ার তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে তাঁর। তাইল্যান্ডে নিজের ভিলায় জীবনাবসান হয় শেন ওয়ার্নের। শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব সহ তামাম দুনিয়া। শেন ওয়ার্নের সংস্থার তরফে মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়। ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতিতে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে ওঁনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি। ওয়ার্নের পরিবার জানিয়েছে এই সময় তারা একা থাকতে চায়।
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। শুক্রবার সকালেই প্রয়াত হন আরেক কিংবদন্তী ক্রিকেটার রড মার্শ। সেই খবরেই শোক প্রকাশ করে ক্রিকেট বিশ্ব। রড মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন শেন ওয়ার্নাও। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন তিনি। ট্যুইট শেন শেন ওয়ার্ন লিখেছিলেন,‘রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারাপ
লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন।’
কিন্তু কেউ ভাবতেও পারেননি সন্ধ্যা বেলায় এল সেই দুঃসংবাদ। গোটা দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেলেন বিশ্ব ক্রিকেটের সেরা লেগ স্পিনার।
যুদ্ধের সময় যেমন সাইরেন বেজে ওঠে আর গোটা দুনিয়া স্তব্ধ হয়ে যায়, শেন ওয়ার্নের মৃত্যু যেন মানুষকে সেই জীবনের সেই বাস্তব রুঢ় সত্যের সামনে আরও একবার পরিচয়ে করিয়ে দিল।