fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় সুরক্ষিত নয় রাজ্যের মহিলারা, দাবি এবিভিপি-র

আভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। বিস্ফরক মন্তব্য করল এবিভিপি দক্ষিনবঙ্গ রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার। বৃহস্পতিবার কলকাতায় এক বিবৃতি প্রকাশ করে এবিভিপির পক্ষ থেকে হাওড়ার কলেজ ছাত্রী, মেয়ের ধর্ষণ রুখতে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনায় শাসক দলকে আক্রমণ শানিয়ে তীব্র নিন্দা জানায় সুরঞ্জন। তিনি বলেন, ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে দিনের পর দিন যে ভাবে ধর্ষণ বেড়েই চলেছে। তাতে মহিলারা যে আজ কোথাও সুরক্ষিত নয়, তা আবার প্রমাণ হয়ে গেল। প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে দোষীরা শাসকদলের মদতপুষ্ট বলে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিদ্যার্থী পরিষদ এই রকম অন্যায়ের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে এবং আগামীদিনেও হবে। যদি প্রশাসন সময়মত অভিযুক্ত ধর্ষণকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে এবিভিপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।’

আরও পড়ুন: পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ও দিলীপ ঘোষের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের মিছিল

গোটা ঘটনায় অভিযুক্ত শাসক দলের এক স্থানীয় নেতা ও এক কর্মী। অথচ ঘটনার ২৪ ঘন্টার পরেও অভিযুক্তরা অধরা। কামদুনি, বোলপুর, মেদনীপুর, জলপাইগুড়ি, মালদা সব জায়গাতেই মেয়েরা অসুরক্ষিত। এবং হাওড়ার বাগনানের ঘটনা প্রমাণ করে দিলো এই রাজ্যের মহিলারা আজ ঘরের মধ্যেও সুরক্ষিত নেই। অন্য রাজ্যে কিছু হলেই তথাকথিত কিছু বুদ্ধিজীবী রাস্তায় নামতে দেখা গেলেও। কিন্তু নিজের রাজ্যেই এতবড়ো ঘটনায় কোনো ভ্রুক্ষেপ নেই বুদ্ধিজীবীদের। এই নক্কারজনক ঘটনা প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার এদিন প্রতিবাদে সরব হন।

Related Articles

Back to top button
Close