fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পুলিশ সুপারের তৎপরতায় বাড়ি গেলেন ভিন রাজ্যের শ্রমিকরা

অভিষেক চৌধুরী,কালনা: পূর্ব বর্ধমান পুলিশের আবারও মানবিক মুখ দেখা গেলো মঙ্গলবার।এইদিন পুলিশ সুপারের উদ্যোগেই ভিনরাজ্য থেকে কাজ করতে আসা বাইশ জন শ্রমিককে বাসে করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।মন্তেশ্বর থেকে বর্ধমান হয়ে ঝাড়খন্ড রাজ্যের বাড়ির উদ্দেশ্যে তাদেরকে পুলিশ বাসে করেই নিয়ে যাওয়া হয়।এরপর তাদের ওখান থেকেই গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।

আরও পড়ুন: মহামারীর সময় রাজ্য সরকার নিজেই রাজনীতি করছে: সোমেন মিত্র

মন্তেশ্বর থানার পুলিশসূত্রে জানা যায় যে,সোমবার পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভিনরাজ্য থেকে কাজ করতে আসা ওই বাইশ জন শ্রমিক।তাদের মধ্যেই ছিলেন বেশ কয়েকজন মহিলা ও শিশু।মন্তেশ্বর থানা এলাকা থেকে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার মতো বিষয়টি।এই বিষয়ে মন্তেশ্বর থানার ওসি সৈকত মন্ডল বলেন,‘ সাময়িকভাবে গতকাল রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই শ্রমিকদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হয়।বিষয়টি পূর্ব বর্ধমান পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে জানানো হলে তিনিই ওই শ্রমিকদের বাড়ি পাঠানোর বন্দোবস্ত করেন।তাদের জন্য বাস পাঠিয়ে দেন।’

Related Articles

Back to top button
Close