fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সাইবার অপরাধ দমনে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে যোগী সরকার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অপরাধ দমনে বরাবরই কড়া পদক্ষেপ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবারেও তার অন্যথা হল না। দিন দিন রাজ্যে বাড়ছে সাইবার ক্রাইম। এবার তা বন্ধ করতে ফের একবার কড়া পদক্ষেপ নিতে দেখা গেল যোগীকে। এ রাজ্যে বসে অন্য রাজ্যেও অপরাধ চালানোর খবর এসেছে প্রশাসনের হাতে।

রাজ্য এবার সাইবার ফরেনসিক গবেষণাগার খোলা হচ্ছে। সাইবার অপরাধের পাশাপাশি অন্য যেকোনও ধরনের অপরাধের রহস্য অনুসন্ধানে সাহায্য করবে এই গবেষণাগার।

উত্তরপ্রদেশ সরকারের প্রশাসন এই ফরেনসিক গবেষণাগার স্থাপনের পাশাপাশি থানাগুলোকে সাইবার থানা তৈরি করার পরিকল্পনা করেছে। যে থানাগুলোতে বিভিন্ন সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযোগ নেওয়া এবং তদন্ত করে দেখা হবে। সাইবার ফরেনসিক গবেষণাগার শুধু সাইবার অপরাধ নয়, অন্য অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইল, সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে তথ্য বের করে আনতেও সাহায্য করবে।

চলতি বছরের মে মাসে হায়দরাবাদে কেন্দ্রীয় ফরেনসিক গবেষণাগারের ক্যাম্পাসে একটি কেন্দ্রীয় ফরেনসিক সাইবার গবেষণাগারের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

খুন বা ধর্ষণের পর অধিকাংশ সময় অপরাধী প্রমাণ লোপাটের চেষ্টা করে। এসব ক্ষেত্রে সেই মুছে দেওয়া তথ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সাইবার ফরেনসিক গবেষণাগার। এছাড়া ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার দুনিয়ায় অপরাধ এবং প্রতারণার রহস্য ফাঁসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ল্যাব। ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়া অপরাধীর হদিশ দিতে পারে সাইবার ফরেনসিক গবেষণাগার।

দিল্লিতে ইতিমধ্যেই একটি সাইবার ফরেনসিক গবেষণাগার রয়েছে। এবার সেই পথে হাঁটতে চলেছে যোগী সরকার।

 

Related Articles

Back to top button
Close