fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাইক দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু বসিরহাটে

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ ফুটবলারের। বসিরহাটের এই ঘটনায় আহত আরও ১জন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানা মেরুদন্ডী সুইচগেট এলাকার ঘটনা। ২৮ বছরের নামী ফুটবলার অমিত দে, তার বন্ধু সৌভিক রায়কে সঙ্গে নিয়ে সোমবার ভোররাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্তে কালী ঠাকুর দেখতে গিয়েছিল।

সেখান থেকে বসিরহাটের ধলতিথাতে বাড়ি ফেরার পথে মেরুদন্ডী সুইটগেটের ব্রিজ থেকে নামতেই একটি বাম্পার বাঁচাতে গিয়ে মোটরবাইকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। আরও এক বন্ধু সৌভিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর এদের মাথায় কোন হেলমেট ছিল না, গাড়ির গতি বেগ ছিল অনেক বেশি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বাইকটি। ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ধলতিথা গ্রামে।

 

Related Articles

Back to top button
Close