অভিমানে নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী যুবক
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: অভিমানে নিজের গলা কেটে আত্মঘাতী হলেন এক যুবক। বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামের ঘটনা। বছর ২৭ এর সাদ্দাম হোসেন মোল্লা শুক্রবার বেলা ১২ টা নাগাদ বাড়ির নারকেল গাছের উঠে ডাব পারছিলেন। ডাব নিয়ে নিচে নামলে বাবা রিয়াজুল মোল্লা, মা রুনু বিবি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। কেন গাছে উঠেছে ছেলে এই নিয়ে বাবা-মায়ের মধ্য বচসা হয়। সেই রাগ গিয়ে ছেলের উপরে পরে। সেই অভিমানে মা-বাবার সামনে নিজের গলায় ডাব কাটার দা দিয়ে কোপ বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা সাদ্দামকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: বন্ধ মৎস্য আহরণ! ক্ষতির মুখে মৎস্যজীবী, ট্রলার মালিকরা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এর পিছনে শুধুই গাছে ওঠার কারণেই আত্মঘাতী। না অন্য কোনো কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে খতিয়ে দেখছে এই মৃত্যুর কারণ কি।