পশ্চিমবঙ্গহেডলাইন
বৃষ্টিতে ভিজে পরিযায়ী শ্রমিকদের পাশে বড়ঞার যুবকের
কৌশিক অধিকারী, কান্দি: একদিকে করোনা ভাইরাস আতঙ্ক অন্যদিকে মাথার উপর আম্ফান। আম্ফানকে উপেক্ষা করে নিজেদের জীবন বাজি রেখে, বৃষ্টিতে ভিজে অসহায় পরযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিচ্ছে বড়ঞা ব্লকের বাহাদুরপুর গ্রামের যুবক ও গ্রামবাসীরা। বুধবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজে ভিজেই তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হলদিয়া ফারাক্কার রাজ্য সড়কের উপরে। বাইরে থেকে আসা সকল পরিযায়ী শ্রমিকদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাসে দাঁড়িয়ে এক অন্যরকম নজির স্থাপন করল বড়ঞার বাহাদুরপুর গ্রামের সকল যুবক ও গ্রামবাসীরা।