fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বুদবুদে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক

জয়দেব লাহা, দুর্গাপুর: মুদি দোকান থেকে ফেরার পথে ধর্ষনের শিকার নাবলিকা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল বুদবুদের কসবা এলাকায়। আক্রান্ত ওই নাবালিকা গুরুতর অসুস্থ অবস্থায় মানকর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

ঘটনায় জানা গেছে, বছর ১২-র ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মুদি দোকানে গিয়েছিল। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে গ্রামেরই এক যুবক মুখ চেপে নিয়ে যায়। রাস্তার পাশে ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষন ও যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটির মা জানান, “বাড়ী ফিরতে দেরি হচ্ছে দেখে খোঁজাখুজি শুরু করি। কিছুক্ষন পর কাঁদতে কাঁদতে বাড়ী ফেরে মেয়ে। সে জানায় মনোহর ঘোষ নামে এক যুবক তাঁর ওপর শারীরিক নির্যাতন করেছে।

আরও পড়ুন- রাজ্যে নারী সুরক্ষা সহ ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে বাদকুল্লায় পথে নামলেন অগ্নিমিত্রা পল

বাড়ীতে ফিরে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রচুর রক্তক্ষরন হতে থাকে। দ্রুত প্রতিবেশীদের সহযোগিতায় মেয়েকে মানকর হাসপাতালে ভর্তি করি।” নির্যাতিতার পরিবারের লোকজন জানান, “মেয়ের যে সর্বনাশ করল, তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।” ঘটনার খবর পেয়ে মেয়েটির পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিজেপিকর্মীরা। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর রাতে বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের মা। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

ঘটনার প্রতিবাদে সরব হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পুর্ব বর্ধমান জেলা সহ সভাপতি রমন শর্মা জানান, “উত্তর প্রদেশের দলিত মেয়ে ধর্ষিতা হলে, বাংলার শাসকদলের প্রাণ কাঁদে। আর বাংলার দলিত মেয়ে ধর্ষিতা হলে, তাদের প্রাণ কাঁদে না। ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।” তৃণমূলের গলসী-১ ব্লক সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায় জানান, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অপরাধী যে কোন দলেরই হোক, আইন আইনের পথে চলবে।” আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (কাঁকসা) অক্সত গর্গ জানান “ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

 

Related Articles

Back to top button
Close