fbpx
কলকাতাহেডলাইন

নবান্ন অভিযানে মার খাওয়া কর্মীদের সম্বর্ধনা দেবে যুবমোর্চা

শরণানন্দ দাস, কলকাতা: বিজেপির যুবমোর্চার নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি হয়েছিল। আহত হয়েছিলেন বহু বিজেপি সমর্থক। সেইসব আহত বিজেপি সমর্থককে সম্বর্ধনা দেওয়ার ঘোষণা করলেন বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। একইসঙ্গে জানালেন উত্তরবঙ্গেও নবান্ন অভিযানের মতো উত্তরকন্যা অভিযান হবে নভেম্বরের শেষে।
প্রসঙ্গত বিজেপির যুবমোর্চার নবান্ন অভিযান নিয়ে কম জলঘোলা হয়নি। জলকামানে রাসায়নিক মেশানো জল ছোঁড়ার অভিযোগ করে বিজেপি। যদিও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান জলে হোলির রং মেশানো হয়েছিল অভিযানে অংশ নেওয়াজের চিহ্নিত করণের সুবিধার জন্য। বিতর্ক তৈরি হয় জনৈক বিজেপি নেতার শিখ দেহরক্ষীকে গ্রেফতার করা নিয়ে।

পুলিশের অভিযোগ ওই ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও তা এ রাজ্যে প্রযোজ্য নয়। বিজেপি অভিযোগ করে পুলিশ ওই শিখ দেহরক্ষীর পাগড়ি খুলে শিখ ধর্মের আবেগে আঘাত করেছে। ওই অভিযানে বহু বিজেপি কর্মী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন। এবার তাঁদের সম্বর্ধনা দেওয়া হবে। একুশের লড়াইয়ের আগে দলের যুবশক্তি এতে উৎসাহিত বোধ করবেন। এমনটাই মনে করছে পদ্ম শিবির।

আরও পড়ুন: রাজ্যের অনেক আধিকারিক সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন… দেশ, গণতন্ত্র সুরক্ষিত থাকছে না: ধনকর

অন্যদিকে নভেম্বর মাসের শেষে উত্তরবঙ্গে বড়সড়ো আন্দোলনে নামছে বিজেপি যুবমোর্চা। নবান্নের মতো উত্তরকন্যা অভিযান হবে। উত্তরবঙ্গে এমনিতেই শক্তি বেড়েছে বিজেপির। তাই সেখানে সরকার বিরোধী আন্দোলনে আরও তীব্রতা বাড়াতে চাইছে পদ্ম শিবির। সম্প্রতি উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তখনই সিদ্ধান্ত হয়েছিল পুজোর পর বড়মাপের আন্দোলন করবে বিজেপি। সেইমতো ঠিক হয়েছে আগামী ২৪ বা ২৫ নভেম্বর এই কর্মসূচি হবে।

Related Articles

Back to top button
Close