ছাড় পেল না ভগবানও, মেদিনীপুরে এক কালীমন্দিরে দুঃসাহসিক চুরি!

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: চোরের হাত থেকে ছাড় পেল না মন্দিরও। মেদিনীপুর শহরের মানিকপুর এলাকায় এক প্রসিদ্ধ কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শনিবার রাতে।
দেড়শো বছরের পুরনো এই কালীমন্দিরে শনিবার মাঝরাতে একদল দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে গেলো মায়ের গায়ে থাকা সোনা ও রুপার গহনা সহ মন্দিরের একাধিক সামগ্রী। রবিবার সকালে প্রথমে মন্দিরের পরিচারকের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকপুর ট্রাস্ট কমিটির সদস্য ও এলাকাবাসীরা।
স্থানীয়রা জানিয়েছে, মন্দিরের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সোনা, রুপোর গহনা খোয়া গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে ইতিমধ্যে মন্দিরে থাকা সিসিটিভি র ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। প্রসঙ্গত একই ভাবে ২০০৪ সালে এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এরপর আবার শনিবার রাতের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মন্দির কমিটির সদস্য ও এলাকাবাসীরা।