fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শালবনিতে দিনের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৪০টি দাঁতাল 

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, গোয়ালতোড়, শালবনি, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির গ্রামের বাসিন্দারা । সেইসঙ্গে হাতির হামলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা ।

শনিবার সকালে যেভাবে প্রায় চল্লিশটি দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার বনদফতরের ভাদুতলা রেঞ্জ এর অন্তর্গত শালবনি ব্লকের গড়মালগ্রাম পঞ্চায়েতের জোড়াকুশমী গ্রামে এসে প্রকাশ্য দিবালোকে যেভাবে মাঠে গিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাতে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। তেমনি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ।মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট হতে বসেছে। সেইসঙ্গে অনেক কষ্ট করে যারা সদ্য আলু চাষ করেছেন সেই আলু জমিতে ও হাতির দল তাণ্ডব শুরু করেছে ।যার ফলে প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার আলুচাষিরা। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন ।

বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছে বলে জানানো হয়। গ্রামবাসীদের দাবি যদি দিনের বেলায় এভাবে হাতি তান্ডব করে, তাহলে রাতে কিভাবে তাণ্ডব চালাবে তা আর বলার অপেক্ষা রাখেনা । তাই দ্রুত ওই এলাকা থেকে হাতির দল কে সরিয়ে নেওয়ার জন্য গ্রামবাসীরা বনদপ্তর এর কাছে আবেদন করেছেন। হাতির দল মাঠে গিয়ে যেমন মাঠে থাকা পাকা ধানের ক্ষতি করছে, তেমনি আলু চাষের ক্ষতি করছে তাই চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেই সঙ্গে গ্রামবাসীরা হাতির হামলার আশংকায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

 

Related Articles

Back to top button
Close