আদালতের নির্দেশ মেনে বিসর্জনেও থাকছে বিধি নিষেধ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: আদালতের নির্দেশ মেনে বিসর্জনেও থাকছে বিধি নিষেধ। বৃহস্পতিবার দিনহাটা পুরসভার প্রশাসনিক ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, দিনহাটা পুরসভার সহকারি প্রশাসক শুভময় চক্রবর্তী সহ অনেকেই। এদিনের এই সভায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আদালতের নির্দেশ মেনে বিসর্জনেও যাতে সবরকম নিয়ম মেনে চলা হয় তার জন্য পুজো উদ্যোক্তাদের কাছে বার্তা দেওয়া হয়। এদিনের এই বৈঠকে দিনহাটার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা অংশ নেয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বেলা ১২ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে।
[আরও পড়ুন- মোবাইল অ্যাপের সূচনা করলেন বারাসাত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়]
বিসর্জনে কোনওরকম শোভাযাত্রা করা যাবে না। পুজো উদ্যোক্তাদের নিজ নিজ পুজো মণ্ডপের প্রতিমা ট্রাকে তুলে দিতে হবে। সেই গাড়ির সোজা পৌঁছাবে বিসর্জনের ঘাট রথবাড়ি ঘাটে ধরলা নদীতে। সেখানে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটির প্রতি মাকে বিসর্জন এর ব্যবস্থা করা হবে। কোনওভাবেই কোন পুজো কমিটির আদালতের নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।