‘বগটুই ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র আছে’: উত্তরবঙ্গ থেকে সোচ্চার মমতা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। রবিবার সকালের শিলিগুড়ির উত্তরা ময়দানে এক সরকারি অনুষ্ঠানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের জন্য ১১টি প্রকল্পের সূচনা করেন। আর সেখান থেকেই তীব্রভাবে সোচ্চার হলেন বগটুই কাণ্ড নিয়েও। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটনা তা খুব নিন্দনীয়। খুন হয়েছেন তৃণমূল নেতা। বাড়িতে আগুন লাগানো হয়েছে। যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে তারাও তৃণমূল নেতা। আর কিছু চ্যানেল তৃণমূলকেই গালাগালি দিয়ে ব্যবসা করছে। তা হলে বুঝুন, আমার হাত কাটল, আমার পা কাটল, আমার মাথা কাটল আবার আমাকেই গালাগালি দিচ্ছে। তবে পুলিশে ভুল ছিল। আমি ব্যবস্থা নিয়েছি।
স্বভাবচিত মুখ্যমন্ত্রী বলেন, আগে ১০ জন বাইরে পুড়ে মারা গেল। খুন, মৃত্যু সবটাই খারাপ। আমি সমর্থন করছি না। বিহারে বডি এল। কোনও চ্যানেল তো কথা বলল না। কীভাবে পুড়ে মারা গেলেন, সত্যি পুড়ে মারা গেলেন নাকি পুড়িয়ে দেওয়া হল তা নিয়ে তো কোনও কথা হল না। কেরল থেকে ছ’দিন আগে চারটে দেহ এল। সিপিএম-কংগ্রেস নেতাদের কোনও কথা নেই। বিজেপি ভুলে গেছে কাশ্মীর থেকে মুর্শিদাবাদে ফিরে এল আপেলের চাষ করতে যাওয়া একটার পর একটা মৃতদেহ। কখনও মুর্শিদাবাদে এসেছে, কখনও মালদহে এসেছে, কখনও নদিয়ায় এসেছে। তার পর কেউ পরিবারগুলি খোঁজ নেয়নি।
রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র করেই করা হয়েছে। আমরা চাই এর বিচার হোক। সিট তদন্তে এগিয়েছিল। তবে সিবিআই তদন্ত ভার হাতে নিয়েছে। আমরা সিবিআইকে সাহায্য করব। তবে বিজেপির কথামতো কাজ করলে আমরা আন্দোলনে নামব।