fbpx
দেশহেডলাইন

আরও সঙ্কটজনক গভীর কোমাচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি। ফুসফুসে সংক্রমণের কারণে শরীর খারাপ হচ্ছে তাঁর। জানাল দিল্লির সেনা হাসপাতাল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে গভীর কোমাতেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।সোমবার, তাঁর মেডিক্যাল বুলেটিন রিপোর্ট প্রকাশ করল দিল্লির সেনা হাসপাতাল। আগেই গভীর কোমায় চলে গিয়েছেন তিনি। দেওয়া হয়েছে ভেন্টিলেটর সাপোর্ট। ফুসফুসের সংক্রমণ আরও তীব্র হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল তরফে জানানো হয়, গতকালের থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখে চলেছেন চিকিত্সকরা।

গত শনিবার মেডিক্যাল বুলেটিনে প্রণবের সামান্য উন্নতির কথা শুনিয়েছিলেন চিকিত্সকরা। সে দিন হাসপাতাল তরফে জানানো হয়েছিল, কিডনি আগের তুলনায় ভাল কাজ করছে। শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল। তবে, সোমবারের রিপোর্ট কিছুটা নেতিবাচক বলেই মনে করছেন চিকিত্সকরা।

আরও পড়ুন: দেশে একদিনে করোনার কবলে ৭৮ হাজার, মোট আক্রান্ত পেরল ৩৬ লক্ষ

৯ আগস্ট নিজের বাসভবনে শৌচালয়ে পড়ে যান প্রণব। মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সেকথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই দিনই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। এর পর থেকে কোমায় তিনি। ভেন্টিলেশন থেকেও বের করা যায়নি। চিকিত্‍সকরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর। কিডনির সমস্যাও দেখা দিয়েছে। প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিশিষ্টরা।

 

Related Articles

Back to top button
Close