fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

‘রাজ্যে শিল্প নেই, তাই সরকার ‘ধর্ষণ’কে শিল্পে পরিণত করতে চাইছে’, কটাক্ষ অগ্নিমিত্রা পলের

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: ফুলবাড়ির মাদ্রাসা স্কুলের নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ’এর পর খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার ঘটনাকে নারকীয় ও রক্তহীম করা ঘটনা বলে উল্লেখ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

একগুচ্ছ কর্মসূচী হাতে নিয়ে বিজেপি সভানেত্রী উত্তরবঙ্গ সফরে এসে সোমবার বাগডোগরা বিমান বন্দরে অবতরনের পর রাজ্য সরকার ধর্ষণকে শিল্পে পরিণত করতে চাইছে বলে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন,” রাজ্যে কেনো শিল্প নেই তাই এই সরকার ধর্ষণকে শিল্পে পরিণত করতে চাইছে । আর বাবুসোনারা ধর্ষন করছে ও মহিলাদের ১০ হাজার, ১৫ হাজার ২০ হাজার করে রেট বেধে দেওয়া হয়েছে। ” তিনি বলেন, “নবান্নে বসেই এমন কোনো ব্যবস্থা করা উচিত ছিল যাতে ধর্ষকরা শিউরে ওঠে। তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত ছিল এই নয় বছরে।

তার অভিযোগ, ” তা হয় নি। তাই সরকারের দুষ্ট দুষ্ট ছেলেরা ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে।  বিজেপি মহিলা মোর্চার  আন্দোলনে  কোনো কোনো ক্ষেত্রে  ধর্ষকরা ধরা পড়লেও কোনো না কোনো অযুহাতে ছেড়ে দেওয়া হচ্ছে।” এদিন তিনি  চোপরার যুবতি ও হেমতাবাদের বিজেপি বিধায়ক দুজনেরই আত্মাহত্যার ঘটনা সাজানো বলে দাবী করেন । তাদের দুজনকেই খুন করা হয়েছে বলে অভিযোগ তার। তাই সঠিক তদন্ত করে সঠিক বিচারের দাবীতে জেলাশাসককে স্মারকলিপি দিতে এদিন তিনি বাগডোগরা থেকে সোজা রায়গঞ্জে যান। । এদিকে সম্প্রতি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকে মুক ও বধির এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষনের অভিযোগ ওঠে। যুবতির সাথে এদিন রাতে দেখা করতে যাওয়ার পাশাপাশি মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাদ্রাসা স্কুলের মৃতা নাবালিকা ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে যাওয়ার কথা সভানেত্রীর। মাদ্রাসা স্কুলের নাবালিকা ছাত্রীকে  গনধর্ষন করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মুলত উত্তরবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি  ধর্ষন কান্ডের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্চার হয়েই বিজেপি সভানেত্রীর উত্তর বঙ্গ সফরে আসা বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close