fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

নেই ইন্টারনেট, মোবাইল পরিষেবা, আমফানের দাপটে বিধ্বস্ত বাংলা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমফানের দাপটে বিধ্বস্ত বাংলা, পুরোপুরি বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ।  সারা শহর ও শহরতলিতে গাছ, লাইটপোস্ট, বিদ্যুতের খুঁটি পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। শুধু বাস কিংবা গাড়িই নয়, মোবাইল, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। টেলিকম অপারেটর যথাক্রমে ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল-এর পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। একমাত্র জিও কিছুটা হলেও পরিষেবা চালু রেখেছে। তাও সবসময় পাওয়া যাচ্ছে না।

বড় অসুবিধা হল শহরে কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এখনও লোডশেডিং চলছে বহু জায়গায়। আলো নেই, জল নেই। লিফ্ট চলছে না। পুলিশ ও পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ বুধবার রাত থেকেই শুরু হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় মোদি, রাজ্যে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী

মোবাইল সার্ভিস প্রোভাইডারগুলি সরকারিভাবে কিছু না জানালেও বেসরকারি সূত্রে জানা গিয়েছে তিন দিনের আগে মোবাইল পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ফলে আগামী দু’দিন এভাবেই চলতে হবে। কলকাতা কিংবা ব্যারাকপুর, অথবা সোনারপুর কিংবা ডায়মন্ডহারবার কোথাও কোনওরকম মোবাইল পরিষেবা পাওয়া যাচ্ছে না রাত পর্যন্ত। সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা ও শহরতলীতে প্রায় ২০ হাজার মোবাইল টাওয়ার রয়েছে। তার সিংহভাগই নয় ভেঙে গিয়েছে, অথবা টাওয়ারের অপটিক ফাইবার ছিঁড়ে গিয়েছে। তা ছাড়া বহু জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় ব্রডব্যান্ড কানেকটিভিটিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আসেনি।

তবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিশেষ নেই। রাস্তাঘাট পুরোপুরি পরিষ্কার করে স্বাভাবিক হতে অন্তত আরও একদিন সময় লাগবে।

 

 

Related Articles

Back to top button
Close