
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিকদের সামনে সোচ্চার হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির কোনও সত্যতা নেই। উনি অসত্য ভাষণ করছেন। মুখ্যমন্ত্রী ‘তাজবেঙ্গল’ নিয়ে মিথ্যা ভাষণ দিয়েছেন। মা ক্যান্টিনের টাকা কোথা থেকে আসছে, সেই কথাই জানতে চেয়েছি, কোনও খারাপ ভাষা ব্যবহার করিনি। আমাকে কোনও উত্তর দেওয়া হয়নি।
৯০০ ট্যুইট করার পরেও জবাব পাইনি। এদিন রাজ্যপাল প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, কোনও ট্যুইট বাইরে এসেছে কিনা?
রাজ্যপাল বলেন, আমার কাছে কোনও ফাইল পড়ে নেই। কোনও ইস্যুতে সমাধান না হলে জবাব দিতে হবে, রাজ্যকে। এখানে আইন নয়, শাসকের রাজত্ব চলছে। সংবিধান রক্ষা করাই আমার কাজ। রাজ্যে প্রতি মুহূর্তে সাংবিধানিক নীতি ব্যাহত হচ্ছে। রাজভবন থেকে পেগাসাস সব নিয়ে অসত্য ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের শিল্প নিয়ে জগদীপ ধনকর বলেন,
‘আমি রাজ্য শিল্পায়ন চাই। কিন্তু রাজ্য কোনও পরিকাঠামো নেই। ওঁনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। কিন্তু ওঁনার ব্যবহারে আমি স্তম্ভিত। মুখ্যমন্ত্রীর দিকে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়ে রাজ্যপাল বলেন, এটা আপনার তৃতীয় দফার শাসন। নিজেকে নিজেই প্রশ্ন করুন।
রাজনৈতিক মহলের মতে, মমতার ‘আমি রাজ্যপালের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি’ এই জল অনেক দূর গড়াবে বলেই মনে করা হচ্ছে।