বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ-এ মিশ্র প্রতিক্রিয়া কুমারগ্রামে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বামপন্থী শ্রমিক সংগঠন গুলির কেন্দ্রীয় কমিটির ডাকা বৃহস্পতিবারের ভারত বন্ধে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল কুমারগ্রাম ব্লকে।
এদিন ব্লকের প্রধান বানিজ্য কেন্দ্র বারোবিশা ও কামাক্ষ্যাগুড়িতে দোকানপাট বন্ধ থাকলেও কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা ছিল। রাস্তায় বেসরকারি যানবাহন চলাচল করেনি। সরকারি বাস চললেও যাত্রী সংখ্যা ছিল নগন্য। স্কুল কলেজ তো এমনিতেই করোনা আবহে বন্ধ। সরকারি দপ্তর গুলি খোলা থাকলেও কর্মীদের হাজিরা কম ছিল।
ব্যাঙ্ক কর্মচারী সংগঠন গুলি এদিন ধর্মঘট ডাকায় কুমারগ্রামের বিভিন্ন ব্যাঙ্কগুলির দরজা ছিল বন্ধ ফলে বহু গ্রাহককে ফিরে যেতে দেখা যায়। ব্লকের বিভিন্ন চা বাগানে ও কর্মীদের উপস্থিতি ছিল কম। সি পি আই এম এর কুমারগ্রাম পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত সরকার জানান এদিনের বন্ধ ছিল স্বতঃস্ফূর্ত, সাধারন মানুষ বনধকে সমর্থন করায় তিনি দলের পক্ষ থেকে জনসাধারনকে ধন্যবাদ জানান । অপরদিকে তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান এদিনের বন্ধ ব্যর্থ।