fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোলাঘাট, মাতঙ্গিনী ব্লক সহ বিভিন্ন স্থানে সাধারণ ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল

বাবলু বন্দোপাধ্যায়, কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লক সহ জেলার বিভিন্ন স্থানে বামপন্থীদের ডাকা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। এই জেলার মধ্য দিয়েই ৬ ও ৪১ নম্বর জাতীয় সড়ক গেছে। এই দুটি জাতীয় সড়কে যাত্রীবাহী বেসরকারি বাসের দেখা মেলেনি।

তবে দুই একটি সরকারি বাস যেতে দেখা গেছে বিভিন্ন স্থানে। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও কম।সাধারণ ধর্মঘট কে সামনে রেখে রাস্তাঘাটে পথচলতি মানুষদের দেখাও তেমন ভাবে লক্ষ্য করা যায়নি। শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাট বিডিও অফিস থেকে শুরু করে অন্যান্য সরকারি অফিস খোলা থাকতে দেখা যায়। কর্মচারীদের উপস্থিতি ছিল ভালো।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। বন্ধের প্রভাব ২ ব্লকের প্রত্যন্ত গ্রাম গুলিতে ও পড়েনি। গ্রাম গঞ্জের হাট বাজার সম্পূর্ণভাবেই খোলা ছিল। এই দুটি ব্লক ছাড়া মেচগ্রাম, তমলুক ,ময়না ,ব্রজলাল চক, রামনগর ,এগরা সহ বিভিন্ন স্থানে বামপন্থার পক্ষ থেকে রাস্তা অবরোধ করতে দেখা যায় কর্মী-সমর্থকদের। কোন কোন স্থানে কর্মী-সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে বামপন্থীদের পক্ষে উপস্থিত ছিলেন কাঞ্চন মুখার্জি, মৃত্যুঞ্জয় ওঝা,উমা ঘোড়ই সহ কোলাঘাট ব্লকের নেতৃত্ব। অন্যদিকে এসইউসিআই (কম্যুনিস্ট) দলের শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি, কৃষক সংগঠন এআই একে এম এস ও দলের বিভিন্ন সংগঠনের ডাকে দেউলিয়া বাজারের ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বলে জানান সংগঠনের নেতা নারায়ণ চন্দ্র নায়েক ও মধুসূদন বেরা।

Related Articles

Back to top button
Close