তৃণমূলে পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না : কাশেম আলী

নিজস্ব প্রতিনিধি : সময়ই সব খেলা বদলে দেবে।খেলা সবে শুরু হয়েছে।এবারে এক এক করে উইকেট পড়তে থাকবে। ২০২১-এর বিধানসভা নির্বাচন আসতে আসতে তৃণমূল কংগ্রেসে পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না, সব উইকেট এক এক করে পড়তে থাকবে। এমনটাই বললেন কাশেম আলী।
বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সহসভাপতি কাশেম আলী আরো জানালেন, বাংলার রাজধানীতে রেনেসাঁ শুরু হয়েছে, রাজ্যের শাসক তৃণমূল নামক রাজনৈতিক দলটি ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে, বহু অর্থ ব্যায়ে বাইরের রাজ্য থেকে ভোট কুশলী ভাড়া করে এনে নানা টোটকা প্রয়োগ সহ কোনও শুদ্ধিকরণ প্রক্রিয়াতেই আর কাজ হচ্ছে না। দূর্নীতি র দায়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস দল এখন কালিমালিপ্ত।বাংলার মানুষ এদের আর বিশ্বাস করে না, এদের হাত থেকে মুক্তি চাইছে।
পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা আর আবর্জনার মধ্যে থাকতে চাইছে না,ফলে সম্মান রক্ষা সহ বেঁচে থাকার তাগিদে দল পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী,মিহির গোস্বামী দের দল ত্যাগের মধ্য দিয়েই বিষয়টি প্রমাণিত সহ অভিযান শুরু হল।