
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারে দুর্গা পুজোয় বিদ্যুতের ঘততি হবে না জনিয়ে জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। শনিবার সরকারি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় একথা বলেন।
সামনে বাঙালির প্রিয় দুর্গা পুজো। তাই রাজ্যজুড়ে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে বাড়বে। সে কথা মাথায় রেখেই প্রস্তুত রাজ্য সরকার। বিদ্যুতের ঘাটতি যাতে না হয় সে জন্য ইতিমধ্যেই বিদ্যুৎ প্রস্তুতকারক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে। তাতে বিদ্যুৎ প্রস্তুতকারক সংস্থাগুলোর পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রয়োজনে তারা আরও বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত।
যাতে বাঙালির দুর্গাপূজা ঘিরে কোনও প্রকার সমস্যা না হয়। এ প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘পুজোর সময় যাতে উৎপাদনে খামতি না হয়। তাই সবার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ বিষয়ে বিদ্যুৎ প্রস্তুতকারী সংস্থা গুলি ও আশ্বস্ত করেছে।’