fbpx
অসমহেডলাইন

অসম বিভাজন হবে না, সোচ্চার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অসম বিভাজন হবে না বলে জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বাংলা ভাগের বিরুদ্ধে কোচবিহারে তৃণমূলের মিছিল করার দিনই, আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, যে যা বলুক অসম বিভাগ হবে না।

কেএলওর শান্তি আলোচনা ও অনন্ত রায় মহারাজের বৃহত্তর কোচবিহারের দাবি অনুসারে তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনন্ত মহারাজের বৃহত্তর কোচবিহার গঠন প্রসঙ্গে মঙ্গলবার হিমন্ত বলেন, ‘অনন্ত মহারাজকে আমি ধর্মগুরু হিসেবেই জানি। তিনি যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মন্তব্য। অসমের বিভাজন আর সম্ভব নয়। বরং কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদকে আমরা আসামের ভৌগোলিক সীমার ভেতরেই শক্তিশালী করব। ‘

হিমন্ত বলেন, ‘আমার ইচ্ছা আছে, বিটিআর বাদ দিয়ে এবং অবিভক্ত গোয়ালপাড়ায় রাভা স্বশাসিত পরিষদের অন্তর্গত অঞ্চল বাদ দিয়ে বাকি অংশে কোচ-রাজবংশী ও কামতাপুর স্বায়ত্তশাসিত পরিষদকে ভূমির ওপর অধিকার দেব। যাতে তাঁরা ভূমিপুত্র হিসেবে ভূমির অধিকারের রক্ষণাবেক্ষণ করতে পারেন। ‘

জীবন সিংহের তৈরি শান্তি কমিটির অন্যতম সদস্য তথা কোচ রাজবংশী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘ভারতের অখণ্ডতার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া কেউই রাজ্য বিভাজনের কথা ব্যক্ত করতে পারেন না। তার পরও দেশে তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিসগড় তৈরি হয়েছে।
কোচ-কমতাপুরিরা অসম ভাঙতে চাইছেন না। ঐতিহাসিকভাবে অবিভক্ত কামতাপুর কোচদের সঠিক দাবি। ‘

তিনি আরো বলেন, ‘মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি না, এবং নিজের দাবি থেকেও সরছি না। ‘ অনন্ত মহারাজ প্রসঙ্গে অবশ্য হিমন্তের মন্তব্যকে সমর্থন করে বিশ্বজিৎ বলেন, ‘অনন্ত রায় ধর্মগুরু মাত্র। তিনি কোচ-রাজবংশীর ত্রাণকর্তা নন। তাঁর কথায় গুরুত্ব দেওয়া অর্থহীন। ‘ জীবনের ধর্মপুত্র দেবরাজ বিষয়টি নিয়ে মন্তব্যে রাজি হননি।

Related Articles

Back to top button
Close