গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন
পূর্ব রেলের একাধিক স্টেশনে চালু হল থার্মাল স্ক্যানিং ক্যামেরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরবর্তী সময়েও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কোন ফাঁক রাখছে না ভারতীয় রেল। দ্রুত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার জন্য বসছে থার্মাল স্ক্যানিং ক্যামেরা।
এই ব্যবস্থায় যাত্রীকে স্টেশনে ঢোকার মুখে দাঁড় না করিয়েই শরীরের তাপমাত্রা মাপা যাবে। তিন মিটার দূরত্ব থেকেই দ্রুত স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা রয়েছে কিনা তা নির্ধারণ করা সম্ভব। এই প্রক্রিয়ায় একসঙ্গে ১০ থেকে ১৫ জন যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা সম্ভব। থার্মাল স্ক্রিনিংয়ের পর যাত্রী তাঁর টিকিট স্ক্যানারের নিচে রাখলেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে লাল বিপদ সংকেত মূলক আলো জ্বলে উঠবে।
পূর্ব রেলের মালদা স্টেশনে , জামালপুর, ভাগলপুর ও সাহেবগঞ্জ স্টেশনে টিকিট স্ক্যানিং সহ থার্মাল স্ক্যানিং ক্যামেরা চালু হয়েছে।