
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি দাবি করেছে, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছে তারা। নাম দেওয়া হয়েছে করোনিল।তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।কংগ্রেস, শিবসেনার মতো দল রামদেবকে প্রতারক বলেও অভিযোগ করেছেন। এর মধ্যেই পতঞ্জলি দাবি করল, করোনিল নিয়ে কোনও আইন তারা ভাঙেনি। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।
আরও পড়ুন: ত্রাণবন্টনে দুর্নীতি রুখতে পঞ্চায়েতস্তরে কমিটি! নির্দেশ মুখ্যমন্ত্রীর
পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছেন, ‘এখানে বিতর্কের কোনও জায়গা নেই। এই ওষুধের লাইসেন্স নেওয়া হয়েছিল অশ্বগন্ধা, গিলয় ও তুলসির ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। করোনা রোগীদের উপর এই ওষুধ ট্রায়াল করা হয়েছিল। তার রিপোর্ট আমরা পেশ করেছি।’ পতঞ্জলির তরফে আর একটি টুইট করে জানানো হয়, এই ওষুধ নিয়ে কোনও রকমের বেআইনি দাবি তারা করেনি। টুইটে বলা হয়েছে, ‘এই ওষুধ তৈরি ও তার বিক্রি সরকারের নিয়ম অনুযায়ীই করা হয়েছে। এটা কারও ব্যক্তিগত বিশ্বাস অথবা আদর্শের উপর ভিত্তি করে করা হয়নি। সব রকম নিয়ম মেনেছে পতঞ্জলি। তাই এই ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা উচিত নয়।’ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে পতঞ্জলিকে নোটিস পাঠিয়ে বলা হয়, এই গবেষণার বিস্তারিত তথ্য তাদের জানাতে।