তিনমাসে এই প্রথম কমল করোনায় মৃত্যুর সংখ্যা…নিম্নমুখী সংক্রমণের হার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তিনমাসে এই প্রথম কমল করোনার কামড়ে মৃত্যুর সংখ্যা। বিজয়া দশমীর দিন এই ঘটনা সত্যি সুখবর ভারতবাসীর কাছে। প্রতিনিয়ত করোনার গ্রাফ উর্দ্ধমুখী এই পরিসংখ্যানই উঠে এসেছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে। এবার সেই রিপোর্ট বলছে এই মৃত্যুর সংখ্যা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘন্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি দেশে কিছুটা কমের দিকে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৫ হাজার ১৪৯ জন। তূলনামূলক হারে দেখতে হলে আগের মাসের তুলনায় দেশে অনেকটাই কমেছে সংক্রমণ। দেশজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ১৪ জনের।
দেশে মোট সংক্রামিত হয়েছেন ৭৯ লক্ষ ৯ হাজার ৯৬০ জন। দেশে এখন অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৫৩ হাজার ৭১৭। মোট সুস্থ হয়ে উঠেছেন ৭১ লক্ষ ৩৭ হাজারের বেশি। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ১০৫ জন।
সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট বলছে দেশ জুড়ে মোট মৃত্যুর ৫৫ শতাংশ এসেছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও তামিলনাড়ু থেকে।
অক্টোবর মাস থেকে কমতে শুরু করে সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও কমে।