এই প্রথম রাজ্যে তৈরি হল ‘মাস্ক ব্যাঙ্ক’, বিনামূল্যে মাস্ক পাবেন রাজ্যবাসী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার খাঁড়া এখনও ঝুলছে মাথার উপর। মাঝখানে দেশ কিছুটা স্বস্তির মুখ দেখলেও ক্রমশই বাড়ছে করোনার দাপট। দেশে করোনা আক্রান্তে সংখ্যা ১ কোটি ছুঁয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। সেই সঙ্গে চলছে নাইট কারফিউ। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও করোনা নির্দেশিকা দেওয়া হয়েছে।
দীপাবলির পর থেকেই দিল্লির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এবার এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এক বিশেষ উদ্যোগ নিল উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। দিল্লির পুলিশের সহায়তায় সদর বাজার এলাকায় তৈরি করে ফেলল মাস্ক ব্যাঙ্ক। অনেকে আছেন যারা মাস্ক পরে বের হতে ভুলে যান, আবার অনেকে মাস্ক কেনার সামর্থ্য নেই। এই অবস্থায় মানুষের সাহায্যার্থে এই উদ্যোগ নিল উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন।
সদর বাজার এলাকার বড় টুটি চকে বুধবার উত্তর দিল্লি কর্পোরেশনের এই মাস্ক বাজারটি উদ্বোধন করেন মেয়র জয় প্রকাশ ।এই ব্যাঙ্কে বিনামূল্যে মাস্ক মিলবে সারা দিন। কারও মাস্ক দান করার ইচ্ছে থাকলে ব্যাঙ্কে এসে দিয়ে যেতে পারেন।
এছাড়া দিল্লিতে রাস্তায় রাস্তায় ঘুরে ব়্যাপিড টেস্টিং, মোবাইল ভ্যানে টেস্টিং, নানা জায়গায় অক্সিমিটার বসানোর কাজ তো চলছে। এবার তার পাশাপাশি দিল্লিতে খোলা হল মাস্ক বাজার। দিল্লির অন্যান্য এলাকায় মাস্ক বাজার খোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মারাদোনার গায়ে জয়দেবের মেলার ‘ নামাবলী’
মেয়র জয় প্রকাশ জানিয়েছেন, কর্পোরেশন এলাকায় যত বড় বড় বাজার রয়েছে, বিশেষ করে যেখানে নিম্নবিত্তের সংখ্যা বেশি সেখানে এই মাস্ক বাজার খোলা হবে। এছাড়াও ঘনবসতি এলাকায় মাস্ক ব্যাঙ্কের কাজ শেষ হয়ে গেলে উত্তর দিল্লির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন ব্যাঙ্ক তৈরি করা হবে। এখনও পর্যন্ত ১০৪টি মাস্ক ব্যাঙ্ক করার পরিকল্পনা রয়েছে তাঁদের।