এবার আনিস খানের ভাইয়ের ওপরে হামলা, আতঙ্কিত পরিবার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। এখনও পর্যন্ত এই মামলার জট কাটেনি। এবার আনিস খানের খুড়তুতো ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটল। শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আনিস-হত্যা মামলায় অন্যতম সাক্ষী এই সলমন। এই ঘটনায় আতঙ্কিত পরিবার।
জানা গিয়েছে, বাড়িতে ঢুকে সলমনের ওপর আঘাত করে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে শৌচকর্ম করতে গিয়েছিলেন সলমন। সেই সময় কেউ বা কারা তাঁর ওপর অতর্কিতে আক্রমণ চালায়। আক্রান্ত সলমনকে জখম অবস্থায় বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
পরিবারের অভিযোগ, আনিস মৃত্যুর অন্যতম প্রধান সাক্ষী হওয়ায় বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছে সলমনকে। পুলিশে দু’বার এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানোও হয়েছিল। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার।
গত ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতেই আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশ। তাই আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় বার বার সিবিআই তদন্তের দাবিতে সরব হয় তাঁর পরিবার। আদালতের সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয় ও সিটের তদন্তে ভরসা রাখে। রাজ্য পুলিশের সিট রিপোর্ট দিয়ে জানিয়েছে, আনিসকে খুন করা হয়নি।