
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ফের নারদকাণ্ডে এবার নােটিশ ধরানাে হল রত্না চট্টোপাধ্যায় ও আইপিএস মির্জাকে। মূলত তাদের বেশ কিছু বিষয়ের হিসাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের খবর তার বেশি কিছু তথ্য দিতে নির্দেশ দিয়েছিল ইডি। বলাই যায়, চূড়ান্ত চার্জশিট পেশের আগে সমস্ত তথ্য ফের একবার যাচাই করে নিতে চান অফিসাররা।
প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শােভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের স্ত্রীর হিসাব দাখিল করার খবর নিশ্চিতভাবে লক্ষ্যণীয় বিষয়। নারদ কান্ডে শোভন চট্টোপাধ্যায়কে করার পর তিনি তদন্তকারী অফিসারদের জানিয়েছিলেন, তাকে না জানিয়ে আলাদাভাবে কোম্পানি খুলেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাই রত্নার সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশ নিশ্চিতভাবে আলাদা অর্থ রয়েছে। মির্জার নাম নারদ কান্ডে এফআইআর-এ রয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে তিনি বলছেন, কার কার হয়ে টাকা নিতেন। সেই কারণে ফের জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তলব করা হয়েছে।