fbpx
দেশহেডলাইন

চিনকে শায়েস্তা করতে এবার ইজরায়েলি অস্ত্র আমদানি করতে চলেছে ভারত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দিন যত যাচ্ছে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ততই তিক্ততা হচ্ছে। চিনের লালফৌজকে জবাব দিতে এবার তাবড় পদক্ষেপের পথে ভারত। মোদি সরকার এবার ইজরায়েল থেকে ফ্যালকন ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ আমদানি করতে চাইছে। এই সামরিক অস্ত্র ভারতের বুকে এলে তা কীভাবে সাহায্য় করবে ভারতীয় সেনাকে তা দেখে নেওয়া যাক।

মোদি সরকার এদিকে, সাফ জানিয়ে দিয়েছে লাদাখ সীমান্তে ডিবিও সেক্টরে যেভাবে বিআরওর আওতায় রাস্তা নির্মাণ হচ্ছে, সেভাবেই রাস্তা নির্মাণ হয়ে যাবে। ডিবিওর সঙ্গে সাসোমা মুরগোর যোগ গড়তে কেন্দ্র যে তৎপর তা বারবার বুঝিয়ে দিয়েছে মোদি সরকার।

মোদি সরকার আগামী সপ্তাহেই ইজরায়েল থেকে দুটি ফ্যালকন ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ আমগানির বিষয়ে ছাড়পত্র দিতে চলেছে বলে খবর। সরকারি যদিও এই নিয়ে কিছু বলতে চাইছে না। তবুও এই বিষয়টি আপাতত নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির ওপর ন্যাস্ত করা হয়েছে। যদিও এর আগে বহু সিদ্ধান্ত কমিটি পাঠিয়ে দিয়েছিল অজিত ডোভালের টেবিলে। তবে এবার তা হচ্ছে না বলেই খবর।

উল্লেখ্য, ভারতের কাছে এই মুহূর্তে ৩ টি ফ্যালকন ব়্যাডার রয়েছে। তার সঙ্গে আরও ২ টি যোগ হলে তা উঁচু এলাকা থেকে চিনের ওপর নজরদারিতে সুবিধা করে দেবে। ভারতের কাছে থাকা ফ্যালকনগুলি ৩৬০ ডিগ্রি নজরদারি চালাতে পারে। অন্যদিকে, ডিআরডিওর তৈরি রোটোডোমের দ্বারা ২৪০ ডিগ্রি নজরদারি করতে পারে ভারত।

Related Articles

Back to top button
Close