fbpx
অসমদেশহেডলাইন

করোনা: এই প্রথম কামাখ্যা মন্দিরে হবে না অম্বুবাচী মেলা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার গেরোয় ফাঁসল কামাখ্যা মন্দির। করোনা মোকাবিলায় ৩০ জুন  পর্যন্ত বন্ধ থাকছে অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির। মন্দিরের ইতিহাসে এই প্রথম অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে না।

 

 

উল্লেখ্য, কেন্দ্র ও অসম সরকার ৮ জুন থেকে সমস্ত ধর্মীয়স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অসমে করোনা পরিস্থিতি বিচার করে এখনই মন্দির প্রাঙ্গন না খোলার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মন্দির বন্ধ থাকার কারণে এই বছর বার্ষিক অম্বুবাচী মেলাও অনুষ্ঠিত হতে পারবে না।

 

 

প্রসঙ্গত, ১৭০০ শতাব্দী থেকে এই প্রথম অনুষ্ঠিত হবে না কামাখ্যা মন্দিরের বিখ্যাত অম্বুবাচী মেলা। এই সময় গোটা দেশ থেকে ভক্তের ঢল নামে মন্দির প্রাঙ্গনে। ২২ জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হওয়ার কথা ছিল। কথিত আছে এই সময় নাকি দেবী ঋতুমতী হন।

Related Articles

Back to top button
Close