fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

এবছর পৌষ মেলা করবে না বিশ্বভারতী

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার পৌষমেলা করবে না। শুক্রবার শান্তিনিকেতনে কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পৌষ মেলার ভবিষ্যৎ এখন অন্ধকারে। একথা সাংবাদিকদের জানান বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার। এই সিদ্ধান্তের তিব্র প্রতিবাদ জানান বোলপুর ব্যবসায়ী সমিতি।

 

শুক্রবার শান্তিনিকেতনের রথীন্দ্র অতিথি গৃহে পৌষ কর্মিসমিতির বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাষ্ট্রপতির প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর প্রতিনিধি দুলালচন্দ্র ঘোষ, উপাচার্যের প্রতিনিধি মঞ্জুমোহন মুখোপাধ্যায় সহ আনান্যরা। বিশ্বভারতীর মুখপাত্র অনির্বান সরকার বলেন, পৌষ মেলা না হলেও ৭-৯ পৌষ পৌষ উৎসবের অনুষ্ঠান গুলি করবে বিশ্বভারতী। একই ভাবে হোলির দিন ভিড় এড়াতে ওই মাসে বিশ্বভারতী কতৃপক্ষ ছোট ভাবে বসন্ত উৎসব পালন করবে।
সেখানে বাইরের থাকে কাউকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না।

Related Articles

Back to top button
Close