
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অমিত শাহের পর ধর্মেন্দ্র প্রধান, করোনায় আক্রান্ত আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। এবার আক্রান্ত হলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও গুরুগ্রামে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন। ট্যুইটারে এ দিন নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি লিখেছেন, ‘কোভিড ১৯-এর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম, যার ফল পজিটিভ এসেছে। চিকিত্সকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।’
আরও পড়ুন: ভারতীয় রেলের নয়া রেকর্ড, একমাসে সবচেয়ে বেশি এলএইচবি কোচ উৎপাদন, অভিনন্দন গোয়েলের
ধর্মেন্দ্র প্রধান অবশ্য এ সপ্তাহের শুরুতেই মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৯ জুলাই অমিত শাহের উপস্থিতিতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেখানেও তিনি হাজির ছিলেন না। যদিও ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাজনাথ সিং, নির্মলা সীতারমণ সহ মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা ছিলেন। শাহের পর ধর্মেন্দ্র প্রধানই মোদি মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য যিনি করোনায় আক্রান্ত হলেন। ৫১ বছর বয়সি ধর্মেন্দ্র প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে অবশ্য এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।