এবার ওমিক্রন মোকাবিলায় টিকা আনছে ফাইজার

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা, ওমিক্রন নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। সংক্রমণে হাত থেকে বাঁচত একমাত্র ভ্যাকসিনকেই অব্যর্থ দাওয়াই বলেছেন বিশেষজ্ঞরা। এবার ওমিক্রন মোকাবিলায় টিকা আনছে আমেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। প্রতিষ্ঠানটির কথায়, মার্চের মধ্যেই ওমিক্রনের জন্য বিশেষ কার্যকরি ভ্যাকসিন বাজারজাত করে ফেলবে তারা। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা জানিয়েছেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে। আশার কথা হল আমরা এমন কিছু অর্জন করব, যা পথ দেখাবে আগামীদিনে। সংক্রমণের বিরুদ্ধে ভালো সুরক্ষা দেবে।
ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সির এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ২০ সপ্তাহ পর কোনও ব্যক্তি ওমিক্রনের বিরুদ্ধে ১০ শতাংশ সুরক্ষিত থাকেন। তবে এই টিকা ভয়াবহ অসুস্থতা থেকে সুরক্ষা দেয়। লক্ষ্ণণযুক্ত সংক্রমণ শতকরা ৭৫ ভাগ কমিয়ে দিতে কার্যকর বুস্টার ডোজ। আমেরিকার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, আলাদাভাবে সুনির্দিষ্ট করে ওমিক্রন টিকা অপ্রয়োজনীয়। কারণ, বর্তমানে যেসব টিকা আছে তার বুস্টার ডোজই যথেষ্ট সুরক্ষা দিয়ে থাকে।