এবার ইসলাম বিরোধী কার্টুনের বিরোধিতায় রাশিয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার ইসলাম বিরোধী কার্টুনের বিরোধিতায় রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনও ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা করা ঠিক নয়। ফ্রান্স-সহ ইউরোপীয় দেশগুলি যেভাবে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশ করছে তার তীব্র নিন্দা করল রাশিয়া। রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের জানান যে, ইসলামের নবীর অবমাননা করার কারণে ফ্রান্সে হিংসা বেড়ে গিয়েছে। কাজেই সকলেই আগে এই ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে।
সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর ওই শিক্ষককে খুন করার অভিযোগ ওঠে।
অন্যদিকে কট্টরপন্থীদের উপদ্রব কমাতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। ফ্রান্সকে সমর্থন করতে টুইটার জুড়ে #IStandWithFrance ট্রেন্ডিং করে ভারতীয়রা। এরআগেও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর জানিয়েছিলেন যে, ইসলাম ধর্মের জন্যই আজ পুরো দেশ চরম সমস্যার সম্মুখীন। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ বিশ্বজুড়ে সন্ত্রাস নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ইসলাম ধর্মের জন্যই গোটা বিশ্ব সন্ত্রাসের সম্মুখীন। তিনি ভাষণ দেওয়ার সময় ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেন।