fbpx
কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন

এবার আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নয়, জানাল সংসদ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা আবহে কিছু নিয়মের পরিবর্তন হয়। সেই নিয়ম থেকে বাদ পড়েনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছরও নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু এবার হোম সেন্টারে পরীক্ষা হবে না। অন্য স্কুলে সিট পড়েই পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা।

এ বছরও কোভিডের ঝুঁকি থাকায় হোম সেন্টারে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। আর তাতে অনেক খরচ বেড়েছে সংসদের। প্রতিটি স্কুলে পরীক্ষা নেওয়ার জন্য বেড়েছে ভেন্যু সুপারভাইজার থেকে শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও। মূলত খরচে লাগাম দিতেই সংসদ পুরনো নিয়মে ফিরতে চায়।

এবছর ৬ হাজার ৫০০ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। প্রতি স্কুলে পর্যবেক্ষক, প্রশ্নপত্র পাঠাতে হয়েছে সংসদকে। সেখানে দু’বছর আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৫০০।

Related Articles

Back to top button
Close