fbpx
কলকাতাহেডলাইন

এবার ভ্রাম্যমাণ ট্রামেই দেখা যাবে চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় শুরু হতে চলেছে প্রথম ট্রাম আর্ট গ্যালারি তাও আবার ভ্রাম্যমাণ। এর আগে ভারতের কোথাও এই ধরনের ভ্রাম্যমান আর্ট গ্যালারির নজির নেই। কলকাতাতেই প্রথম তা চালু করা হল। ভ্রাম্যমাণ ট্রামেই দেখা যাবে চিত্র প্রদর্শনী। এমনই ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। ভ্রাম্যমান ট্রামই হবে আর্ট গ্যালারি। শিল্পীরা তাঁদের চিত্র প্রদর্শনীর জন্য ভাড়া করতে পারবেন একটি গোটা ট্রামকে।

রেস্তোরাঁ, গ্রন্থাগারের পর ভ্রাম্যমাণ ট্রামের ভেতর এবার চিত্র প্রদর্শনীর সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। গোটা ভারতবর্ষে প্রথম ভ্রাম্যমান ট্রামের মধ্যে হবে আর্ট গ্যালারি। আর ভারতের যেহেতু এক মাত্র কলকাতাতেই ট্রাম চলে তাই এই অভিনব পদক্ষেপের প্রথম সাক্ষী হচ্ছে শহর কলকাতা।

আরও পড়ুন- অবশেষে জাতীয় গ্রন্থাগারের দরজা খুললো প্রবীণদের জন্য

যে কেউ এই ট্রাম ভাড়া নিয়ে নিজেদের চিত্র প্রদর্শনী করতে পারবেন। সে ক্ষেত্রে একদিনের ভাড়া পড়বে ৩৬০০ টাকা। তবে আর্ট স্কুল বা কলেজের অথবা স্বেচ্ছাসেবী সংগঠনের পড়ুয়ারা সে ক্ষেত্রে ৫০% ছাড় পাবে। আর দর্শকরা সামান্য টিকিটের বিনিময় চাক্ষুষ করতে পারবেন এই প্রদর্শনী। শহরের উত্তর থেকে দক্ষিণ ঘুরে বেড়াবে এই ট্রাম। সেক্ষেত্রেও শিল্পীদের অনুমতি থাকলে শ্যামবাজার, এসপ্ল্যানেড এবং গড়িয়াহাট ডিপোয় বেশ কিছুক্ষণ দাঁড়াবে শহরের এই প্রাচীন ঐতিহ্য।তবে যেদিন ট্রাম কেউ ভাড়া নেবেন না সেদিনও নিরাশ হবেন না দর্শকরা। সেই দিনগুলিতে পুরনো ট্রামের ঐতিহ্য এবং আর্কাইভের বিভিন্ন ছবি তে সাজিয়ে তোলা হবে ট্রামের ভেতরটি।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, ‘ট্রামের ভিতরটা এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে ছবি আঁকার কাঠামো এবং ছবির প্রদর্শনী করা যায়। শিল্পীরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কয়েকদিনের জন্য পুরো ট্রামই ভাড়া নিয়ে নিজেদের কাজের প্রদর্শনী করতে পারবেন। যাঁদের শিল্পের প্রতি ঝোঁক আছে, তাঁরা সামান্য টাকা দিয়ে সেই শিল্প দেখতে পারবেন।’

Related Articles

Back to top button
Close