fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা তার দাপট বজায় রেখে চলেছে। রাজনৈতিক হেভিওয়েট নেতারাও একে একে করোনার কবলে পড়ছেন। করোনা রিপোর্ট পজিটিভ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ও তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতে। দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। আর তার কিছু সময় যেতে না যেতেই করোনা পজিটিভ রিপোর্ট এল উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের। তবে মৃদু উপসর্গ থাকার জন্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। যারা স্বতন্ত্র দেব সিংহের সংস্পর্শে এসেছেন তাদেরও করোনা পরীক্ষা করা হবে।

আরও পড়ুন:হাইকমান্ড ক্ষমা করলে দলে স্বাগত পাইলট: গেহলট

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিকিৎসা চলছে দিল্লির এইমস হাসপাতালে। অন্যদিকে, তামিলনাডুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতও চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Back to top button
Close