
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির জয় জয়কার। ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ। কর্মীদের প্রশংসায় আজ আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবসরেই মঞ্চ থেকেই বিরোধীদের উদ্দেশে পালটা তোপ দাগলেন তিনি।
মোদী বলেন, আজ গণতন্ত্রের উৎসবের দিন। মা-বোন-যুবরা সবাই বিজেপিকে সমর্থন করেছে। আজ থেকেই শুরু হবে হোলি। কর্মীদের কঠোর প্ররিশ্রমেরও ভূয়সী প্রশংসা করেন মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে রেকর্ড গড়ে এই জয় বিজেপির। গোয়াবাসী তৃতীয়বার সুযোগ দিয়েছে। উত্তরাখণ্ডে নতুন রেকর্ড গড়েছে বিজেপি। বিজেপির প্রতি অপার বিশ্বাসই মানুষের এই জয়। বিজেপি মানুষকে ভরসা দেয়। চার দিকের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে। বিজেপি গরিব মানুষকে ভরসা দেয়। ডবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানে সেখানে উন্নয়ন।
তিনি বলেন, আজ নারীশক্তির জন্য বিজেপির এই জয় এসেছে। যেখানে মহিলারা বেশি ভোট দিয়েছেন সেখানেই বিজেপি জয় পেয়েছে।
জাতপাত তত্ত্বে বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, জাতপাত নয়, উন্ননের পাশে আছে মানুষ। আর উন্নয়নের পাশে আছে উত্তরপ্রদেশ। পরিবার তন্ত্র তুলে কংগ্রেসকে তুলোধোনা করে মোদী ফের কটাক্ষ আগে ঘোষণা হলেও, প্রকল্পের সুযোগ মিলত না। আগে অধিকার পেতে দরজায় দরজায় ঘুরতে হত। পরিবারতন্ত্র অস্তাচলে যাবে।
মোদীর দাবি, পঞ্জাবেও নতুন শক্তি হিসেবে উঠে আসবে বিজেপি।
মোদী বলেন, যুদ্ধের আঁচ দেশের সর্বত্র পড়েছে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। কয়লা, অন্যান্য সামগ্রীর দাম বেড়েছে। কিন্তু এই সময় দেশবাসী দূরদৃষ্টির পরিচয় দিয়েছে। কিন্তু এই নিয়েও রাজনীতি করা হচ্ছে। করোনাকালেও কালিমালিপ্ত করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা হয়েছে।
মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, ২২-এর জয় ২৪ এর ভাগ্য নির্ধারণ করবে। চার রাজ্যের ফল ঠিক করে দিল ২০২৪-এ কি হবে।