বড় করে না হলেও ছোট করে বসবে এবছর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বড় করে না হলেও ছোট করে বসবে এবছর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা।
জেলা প্রশাসন বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বড় করে না হলেও ছোট করে বসবে মেলা। তবে প্রতিবারের মত মেলার মাঠে বসবে না মেলা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, কোচবিহার শহরের কোচবিহার ক্লাব ও কোচবিহার টাউন হাই স্কুলের মাঠে বসবে এই মেলা। মেলায় অল্প সংখ্যক দোকান নিয়ে হবে মেলা। যেখানে কিছু সরকারী স্টল ও খাবার দাবারের দোকান থাকবে। ১৫ দিন ধরে চলবে এই মেলা। সকাল ১১টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেলা থাকবে।
এ বিষয়ে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, “রাসমেলা নিয়ে এক বৈঠক হয়। করোনা আবহে কিছু স্বাস্থ্যবিধি আমাদের মানতে হচ্ছে। তবে আমরা এবার দুটো জায়গায় ছোট করে কিছু স্টল বসাচ্ছি, যেখানে ছোট করে মেলা আকারে মেলা চলবে”।
এ বিষয়ে পুরপ্রশাসক ভূষণ সিং জানান, “করোনা আবহে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এবার আমরা করতে পারছি না। তবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে, কোচবিহার ক্লাবে ৫০টার মত দোকান হবে এবং টাউন হাই স্কুলে ১০০টির মত দোকান হবে। এই দুই জায়গায় আমরা সরকারী স্টল ও কিছু খাবার দাবারের দোকান বসিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছোট করে দু’জায়গায় মেলা বসানোর উদ্যোগ নিয়েছি। তবে এটা আমরা রাসমেলা বলব না, মেলা”।
জেলা প্রশাসন এর আগে জানিয়েছিল যে, এবার করোনা পরিস্থিতির কারনে রাসের মেলা বাতিল করা হয়েছে। তবে মদনমোহন মন্দির চত্ত্বরে নিয়ম মেনেই পুজো, যজ্ঞাদি করে রাসচক্র ঘোরানোর অনুষ্ঠান হবে। প্রতিবারের মত এবারও ১৫ দিন রাসচক্র ঘোরাতে পারবেন ভক্তরা।
পাশাপাশি মন্দির প্রাঙ্গনে কীর্তন ও গীতা পাঠের অনুষ্ঠানও হবে। করোনার কারণে স্যোসাল ডিস্টেন্স মেনে মাক্স ও স্যানিটাজেশন করে পুণ্যার্থীদের মদনমোহন মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে। তবে যাতে মন্দির ভিড় না জমে সেদিকেও নজর দেবে জেলা পুলিশ প্রশাসন।