‘যারা ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, আজ তারাই নতজানু হয়ে উল্টে ভোটারদের দুয়ারে সহানুভূতি আদায়ে হাজির’

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: সময়ের পরিবর্তনে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। রাজ্যে বিগত পঞ্চায়েত কিংবা লোকসভা নির্বাচনের সময় যে দলটি অহমিকা, দাম্ভিকতা ও ঔদ্ধত্য দেখিয়ে ভোটারদের ভোটের দুয়ার অর্থাৎ ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, আজ তারাই নতজানু হয়ে উল্টে ভোটারদের দুয়ারে সহানুভূতি আদায়ে হাজির! পৃথিবী গোলাকার, ফস্কে বেরিয়ে যাওয়ার অবকাশ কোথায়? ঘুরে ফিরে আবার আসতেই হবে। এমনটাই বললেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাসের।
৮৮ নং সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ বাবু আরো জানালেন, পাপ ক্ষমা করেনা বাপকে। তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা হয়েছে, ঠিক সেই পর্যায়ের।কাটমানি, দালালি,হিস্যা খেতে খেতে তৃণমূল কংগ্রেস দলটাই আজ আপাদমস্তক দূর্নীতি তে ছেয়ে গেছে। বাংলার মানুষ এদের বিষাক্ত আবহাওয়া সহ সংঘ থেকে মুক্তি চাইছে এবং আমি নিশ্চিত ভাবে বিশ্বাস রাখি আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে আপামর বঙ্গবাসীর সে আশা পূরণ হবেই। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের মধ্যদিয়ে ই বাংলার ভাগ্যাকাশে অভাবনীয় রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে বলে দাবি বিধায়ক আশীষ কুমার বিশ্বাসের।