পশ্চিমবঙ্গহেডলাইন
মাস্কবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালাল হলদিবাড়ি পুরসভা

অরূপ দেবনাথ,হলদিবাড়ি: মাস্ক বিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালালো হলদিবাড়ি পুরসভা।
বৃহস্পতিবার হলদিবাড়ি পুরসভার উদ্যোগে হলদিবাড়ি বাজারে এই অভিযান চালানো হয়। যাদের মাস্ক নেই তাদের মাক্স পড়তে অনুরোধ করা হয়।এছাড়াও বলা হয় আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে যে সমস্ত দোকানদার বা বাজারে আগত ব্যক্তিরা মাস্ক পড়বে না তাদের পুরসভার তরপে একশো টাকা করে জরিমানা করা হবে।
এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পুরসভার প্রশাসক সঞ্জয় পন্ডিত,পুরসভার কার্যনির্বাহী আধিকারিক চারু চন্দ্র বর্মন, পুরসভার স্যানিটারী ইন্সপেক্টর শরদিন্দু ঘোষ, পুরসভার প্রধান করণিক ইন্দ্রজিৎ সিনহা সহ অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা।