কলকাতায় সভা না হলেও দিনহাটায় শহীদ দিবস পালন করল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: করোনা ভাইরাসের জেরে এবছর ২১ শে জুলাই কলকাতায় সভা না হলেও দিনহাটাতে শহীদ দিবস পালন করল তৃণমূল। মঙ্গলবার দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন স্থানে তৃণমূলের উদ্যোগে শহীদ দিবস পালন করা হয়।
এদিন দিনহাটা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবনে দিনটি পালন করা হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন শহর ব্লক সভাপতি অসীম নন্দী, জেলা সাধারণ সম্পাদক পার্থনাত সরকার, তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সহ-সভাপতি বিশু ধর, তৃনমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূল মহিলা কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভানেত্রী অপর্ণা দে নন্দী, ছাত্র সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী, দিলীপ রায়, বেনু মজুমদার প্রমুখ।
এদিন মাল্যদানের পর পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপনের এই অনুষ্ঠানে জলের শহর ব্লকের বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব ছাড়াও কর্মীসমর্থকরা সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে অংশ নেন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন শহর ব্লক সভাপতি অসীম নন্দী ও অজয় রায়। এছাড়া ওইদিন শহরের পাঁচ মাথার মোড়ে দলের দশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন কাউন্সিলার গৌরীশংকর মাহেশ্বরী। এরপর সেখানে শহীদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন, গৌরীশংকর মাহেশ্বরী, মনোজ দে, রমেশ মাহেশ্বরী সহ অনেকেই।
দলের দিনহাটা এক ব্লক কমিটির পক্ষ থেকে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসন্ন দেবশর্মা, পর্বানন্দ বর্মন, মোশারফ হোসেন প্রমুখ। তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে দিনহাটা কৃষি মেলা এলাকায় দলের এক ব্লক কার্যালয় রবীন্দ্রভবনে শহীদ দিবস পালন করা হয়। সেখানে মাল্যদান করেন পুলক চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। মহকুমার বিভিন্ন স্থানে এদিন শহীদ দিবস পালন উপলক্ষে কর্মী-সমর্থকদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।