fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সল্টলেকে গেস্ট হাউসে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনায় গ্রেফতার তিন

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সল্টলেকের এক গেস্ট হাউসে সোমবার কয়েকজন মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করার অভিযোগ উঠে কতৃপক্ষের বিরুদ্ধে। সেই ঘটনায় তীব্র সমালোচনা হয় রাজ‍্যজুড়ে। এবার সেই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলো। ওই তিনজনই ডিএল ও সিএল ব্লকের গেস্ট হাউসের কর্মী। যখন মাদ্রাসা শিক্ষকরা হোটেলে আসেন তখন এরাই তাদের বের করে দেন ও ওই কথা গুলো বলেন বলে পুলিশ সূত্রে খবর। তাদের গভীর রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকালই মোট পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপর আজ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে বিধান নগর পূর্ব থানার পুলিশ। আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, কর্মসূত্রে বিকাশ ভবনে আসা দশজন মাদ্রাসা শিক্ষকের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠে সল্টলেকের একটি গেস্ট হাউসের বিরুদ্ধে। শিক্ষকদের অভিযোগ, বুকিং থাকা সত্ত্বেও তাঁদের ধর্মীয় পরিচয়ের দোহাই দিয়ে একপ্রকার জোর করে গেস্ট হাউস থেকে বের দেওয়া হয়। অচেনা শহরে প্রবল বৃষ্টির মধ্যে কার্যত অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ভিজতে হয়েছে। তারপর শিক্ষকদের একটি সংগঠনের সহযোগিতায় ধরে প্রাণ ফিরে পান তাঁরা। ওই সংগঠনের সহযোগিতাতেই মুখ্যমন্ত্রীর দপ্তরে বিষয়টি জানান। পাশাপাশি অভিযোগ দায়ের করেন বিধাননগর পুলিশের কাছে। সকালের এই পর্বের পর সন্ধ্যা নাগাদ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর আজ তিনজনকে গ্ৰেফতার করা হয়।

Related Articles

Back to top button
Close